নিজস্ব প্রতিবেদক. যুক্তি-তর্কে বাগেরহাটে দেশের সবচেয়ে বড় বিজ্ঞান বিতর্ক আসর বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী শহরে যদুনাথ স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে বিতার্কিকরা লিপ্ত হয়েছিলেন যুক্তির লড়াইয়ে।
এতে চ্যাম্পিয়ন হয় দশানি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। রানার্সআপ হয় বহুমুখী কলেজিয়েট স্কুল। সেরা বক্তা নির্বাচিত হন বহুমুখী কলেজিয়েট স্কুলের দলনেতা শিরিন আক্তার। দিনের শুরুতে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।
সুহৃদ সমাবেশ বাগেরহাটের সভাপতি সেখ সাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এস এম মুস্তাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত উপ পরিচালক মো: ফরিদ উদ্দিন, খানজাহান আলী কলেজের প্রভাষক বুলবুল তালুকদার, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, বাগেরহাটের সহ-সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান সুজন, সাধারণ সম্পাদক আবিদা সুলতানা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, সময় টেলিভিশনের রিপোর্টার আলী আকবর টুটুল, সাংবাদিক এস এস শোহান, সুহৃদ সমাবেশ বাগেরহাটের সদস্য মো: ফয়সাল হাওলাদার, নাহিদ ফরাজী, রানা ফকির, আবু তালেব, শ্রীলা বিশ্বাস, জহিরুল ইসলাম শোভন, তাহমিনা তুলি, সমকাল’র বাগেরহাট প্রতিনিধি তানজীম আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষের সবার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। দিন ব্যাপী এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা। ভবিষ্যতেও এমন কার্যক্রমে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেন তারা।