নিজস্ব প্রতিবেদক.শিক্ষক দিবসে শুধু ফুল আর শুভেচ্ছা নয়—এই দিনটিতে বঞ্চনার বিরুদ্ধে কণ্ঠ তুললেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পদোন্নতির জট, প্রশাসনিক দুর্বলতা আর দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণের দাবিতে রোববার (৫ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে তারা আয়োজন করেন সংবাদ সম্মেলন। এতে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর জাহান খাতুন। উপস্থিত ছিলেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামসহ আরও অনেকে।
নূর জাহান খাতুন বলেন, আমরা আজ শিক্ষক দিবসে ফুল নিতে আসিনি, এসেছি আমাদের ন্যায্য অধিকার ফেরত পেতে। শিক্ষকদের বঞ্চনা দূরীকরণ ও শিক্ষার মানোন্নয়নের স্বার্থেই এই ৫ দফা দাবি জানানো হয়েছে।” তিনি আরও বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর বর্তমান সরকার যে শিক্ষা সংস্কারের ঘোষণা দিয়েছে, আমরা আশা করি সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় মাধ্যমিক শিক্ষাব্যবস্থার কাঠামোগত উন্নয়ন হবে।
শিক্ষকদের উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো,স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা,সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদসোপান প্রবর্তন,আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিক দপ্তরগুলোর স্বাতন্ত্র্য রক্ষা,বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরী আদেশ দ্রুত প্রদান।

শিক্ষকরা জানান, সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৫ হাজার শিক্ষক রয়েছেন, কিন্তু পদোন্নতির সুযোগ মাত্র ৪ শতাংশের। ফলে অনেকে ৩০ বছরের বেশি সময় একই পদে থেকে অবসর নিচ্ছেন। এতে পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে, আর শিক্ষার মানও ব্যাহত হচ্ছে।সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার মানোন্নয়ন চাইলে আগে প্রশাসনিক কাঠামো ঠিক করতে হবে। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠিত হলে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই সুফল মিলবে।
এর আগে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালি বের হয়। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভায় বক্তারা দেশের শিক্ষাব্যবস্থা উন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। দুপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলাতেও দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।