বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

বাগেরহাটে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েডের টিকা পাবে চার লাখ  শিশু

রিপোর্টার- / ৩৭ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।  ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেয়া হবে। উপকূলীয় এই জেলায় মোট ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশুকে টিকা দিবে স্বাস্থ্য বিভাগ। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট এক হাজার ৮৫৮ টিকা কেন্দ্রে এবং দুই হাজার ২২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ১২ অক্টোবর থেকে ১৮ কর্মদিবস টিকা দেয়া হবে। বৃহষ্পতিবার দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ে প্রেসব্রিফিং করে সাংবাদিকদের এই তথ্য দেয় স্বাস্থ্য বিভাগ।

প্রেস ব্রিফিং এ বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিয়াসাত আজিম রাতুল।

প্রেস ব্রিফিং এপ্রেস ব্রিফিং এ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিয়াসাত আজিম রাতুল বলেন, টাইফয়েড একটি পানিবাহিত রোগ। যেসব এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে এবং ঘনবসতিপূর্ণ সেসব এলাকায় এই রোগের প্রকোপ বেশি। একারনে বাগেরহাট টাইফয়েড রোগের জন্য বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল।

বাগেরহাটে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।  ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেয়া হবে। উপকূলীয় এই জেলায় মোট ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশুকে টিকা দিবে স্বাস্থ্য বিভাগ। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট এক হাজার ৮৫৮ টিকা কেন্দ্রে এবং দুই হাজার ২২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ১২ অক্টোবর থেকে ১৮ কর্মদিবস টিকা দেয়া হবে। সবাইকে এই টিকা গ্রহণের জন্য আহ্বান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ