বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন

চিতলমারীতে জমি বিরোধে কুপিয়ে জখম, আটক ১

রিপোর্টার- / ২৯ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের চিতলমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে খলিল সরদার (৫৮) নামের একজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় আহতের ভাই জয়নাল সরদার বাদি হয়ে  থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে আবু সাইদ সরদার নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চরবানিয়ারী গ্রামের মুসলিমপাড়া এলাকায় জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে  প্রতিপক্ষের আব্দুল ওহাব সরদার, জাহাঙ্গীর মোল্লা, সেলিম সরদার, শাফায়াত সরদার, আবু সাঈদ সরদারসহ অন্তত ১০-১২ জন হাতে কুড়াল, দা, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে জয়নাল সরদারদের বাড়ির সামনে আসে। তারা নতুন ঘর নির্মাণে ব্যবহৃত ইট, বালু ও খোয়া পুকুরে ফেলে দিতে থাকে। এসময় আব্দুল খলিল সরদার বাধা দিলে আসামিরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আসামি শাফায়াত সরদার হাতে থাকা কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে খলিল সরদারকে আহত করে। পরে তাকে উদ্ধার করে চিতলমারী হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় থানায় মামলা করলে আরও ক্ষিপ্ত বাদি জয়নাল সরদারকে জীবন নাশের হুমকি দেয় বলে জানান মামলার বাদি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকেয়া খানম বলেন, একজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। অন্য আসামীদের আটকের জন্য পুলিশ মাঠে অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ